দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু। সর্বমোট দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৭৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হজার ২৩৪ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬হজার ১০২ জন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪৫ জন।
এসব নিয়ে মোট সুস্থ হয়েছেন চার লাখ ৪৬ হাজার ৬৯০ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১১ জন, ময়মনসিংহে ৩,খুলনায় ১ জন ও চট্টগ্রামে ৪ জন।