ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ৪ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাক্ষরিত পৃথক অফিস আদেশে এই বদলি করা হয়।
জানা যায়, ডিএমপির আইসিটি বিভাগে ডিসি হিসাবে দায়িত্বরত মুহাম্মদ শরিফুল ইসলামকে বদলি করা হয়েছে গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগে।
এছাড়া গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বশির উদ্দিনকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা) ও প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে গোয়েন্দা মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এম. রেজাউল হককে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমে বদলি করা হয়েছে।
গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জুনায়েদ আলম সরকারকে।