দেশের সীমান্তে বিএসএফের গুলিতে আবারো এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে এমন ঘটনা ঘটে।
নিহত হওয়া ব্যক্তির নাম মো. খায়রুল ইসলাম (৪৮)। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী ছিলেন।
একটি সুত্র জানা যায়, গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের উদ্যেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা কালে (বিএসএফ)’র টহলরত দল তাকে উদ্দেশ্যে করে গুলি করে। এতে তিনি ভীষণ ভাবে আহত হন পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক নিশ্চিত করেন বিষয়টি।