রাষ্ট্রীয় উদ্যোগে পাকিস্তানের করাচি ও সিন্ধ প্রদেশ মালির কারাগার থেকে মুক্ত হয়ে ২৯ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন আজ। তারা বুধবার (২৩ ডিসেম্বর) রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে।

এদিকে মালির কারাগার থেকে মুক্ত হয়ে ৮ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে আগামী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেশে ফিরবেন বলেও জানা যায়। এ ৮ জন প্রবাসী বৈধভাবে ওমানের একটি ফিশিং বোটে কর্মরত ছিলেন। কিন্তু ওমান সংলগ্ন আরব সাগরে মাছ ধরার সময় তাদের ফিশিং বোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়লে পাকিস্তানি কোস্টগার্ড তাদের গ্রেফতার করে।

এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন নিজেই তদবির করেন। তার সরাসরি হস্তক্ষেপের মধ্য দিয়ে সার্বিক আর্থিক সুবিধা সহ আনুষঙ্গিক ভ্রমণ ব্যয়ে ভার সরকার কতৃক বহণের অনুমোদন দেন।

এছাড়া, বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বাত্মক চেষ্টা অভ্যাহত থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।