জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আজ পুরো বিশ্বে রোল মডেল হিসাবে গণ্য হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু-নীলদল আয়োজিত ‘মুজিব জন্মশতবর্ষে বিজয় দিবস: সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮/৯ সালের দিকে দেশবিরোধী শক্তি আমাদের দেশে জঙ্গি হামলা, বিদেশি নাগরিক হত্যা, মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমামের ওপর হামলা চালিয়ে দেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসব দমন করে বিশ্বে নজির স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, বঙ্গন্ধু যেভাবে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হিসাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এই ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানি, নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার প্রমুখ।