মহামারি করোনা ভাইরাসের কারণে, এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ওমান সরকার। এই জন্য মাস্কাটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে ওমানগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া তিনি আরো জানান, পরবর্তীতে ফ্লাইট চালু হওয়ার সাথে সাথে পূর্বের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে। এর আগে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী, বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করে।