দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভ্লুত চাভুসগ্লু। মঙ্গলবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছার কথা রয়েছে তার।
মেভ্লুত চাভুসগ্লুর এই সফরে দ্বিপাক্ষীক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলচনার পাশাপাশি শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তার বরাতে জানা যায়, বুধবার তুর্কি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠক অনুষ্ঠিত হবে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর দুপুরে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হবে। একই দিন নবনির্মিত তুর্কি দূতাবাসের ভবনও তারা উদ্বোধণ করবেন।
এর আগে গত সেপ্টেম্বরে তুরস্ক সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন দেশটির রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে অনলাইনে অংশ নেন।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান জানান, বাংলাদেশে বিপুল বিনিয়োগের ইচ্ছা রয়েছে তুরস্কের। সেই সাথে নতুন পণ্যের মাধ্যমে তারা উভয়পক্ষে উন্নতি আনতে চায়।
তিনি জানান, তুরস্কের একটি কোম্পানী চট্টগ্রামে পেট্রোলিয়াম গ্যাস খাতে ১০ কোটি ডোলার বিনিয়োগ করবে। দু’দেশের মাঝে বর্তমানে দ্বিপক্ষীয় বাণীজ্যের পরিমাণ ১০০ কোটি ডলার। তবে চলতি বছরের প্রথম ১০ মাসেই উভয়ের মাঝে বাণিজ্যের পরিমাণ ৭৫.৪ কোটি ডলার ছাড়িয়েছে।