নিজ নির্বাচনী এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল।

রোববার বিকেলে তিনি লক্ষ্মীপুর পৌরসভা ও লাহারকান্দি এলাকার প্রায় ৫ শত শীতার্ত মানুষকে কম্বল দেন।এই পর্যন্ত উনি শীতার্ত মানুষদের কে প্রচুর শীতবস্ত্র এবং শীতের কম্বল বিতরণ করেছেন।

এ সময় জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল মোনায়েম, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক হোসেন, রুবেল আহম্মেদ রাজু সহ স্থানীয় নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে সকল নেতাকর্মী এবং সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কম্বল বিতরণকালে এমপি শাহজাহান কামাল বলেন, বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি।