মহামারি করোনা ভাইরাসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ৩টি রুটের ফ্লাইট বাতিল করেছে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

সৌদি সরকার আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ ঘোষণা দেয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এমন সিধান্ত নেন।

আজ ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাহেরা খন্দকার আরো জানান, তিন রুটে বাতিল হওয়া সকল ফ্লাইটটের যাত্রীদের ফ্লাইট আবার চালু হলে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।