যে সকল বাংলাদেশীদের দ্বৈত নাগরিকত্বের সনদ রয়েছে তাদের তালিকা চেয়েছে হাইকোর্ট।
সোমবার (২১ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্ট বলছে, দ্বৈত পাসপোর্ট ধারী ব্যক্তিদের তথ্য জানা জরুরী। বিদেশে অর্থ পাচার মামলার তালিকা চেয়ে করা আদেশে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখাকে পক্ষভুক্ত করে স্বপ্রণোদিত এই আদেশ দেওয়া হয়।
গত ৯ ডিসেম্বর, আদালত, সরকারের ৫টি সংস্থাকে উদ্দেশ্য করে বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা দিতে হবে।