মহামারি করোনার ভ্যাকসিন সংরক্ষণ করতে সারাদেশে আলাদা কোল্ড চেইন তৈরি করছে সরকার। করোনা টিকা সংরক্ষেণে ক্রয় করা হচ্ছে বিশেষ ধরনের ৪ শ ৬৮টি ফ্রিজ।
ফ্রিজগুলো স্থাপন করা হবে বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে। টিকার সুষ্ঠু বণ্টন ও সংরক্ষেণে করা হয়েছে কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম ধাপে ৩ কোটি ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ ও প্রয়োগে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১৭ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে করোনা ভ্যাকসিন বণ্টন ও ব্যবস্থাপনা করা হবে। এবং সেই জন্য জেলা-উপজেলায় আগে থেকে গঠন করা হয়েছে কমিটি। সুষ্ঠু প্রয়োগে ১০ হাজার ৪০০ দলে ভাগ হয়ে কাজ করবেন ৬২ হাজার ৪০০ প্রশিক্ষিত ব্যক্তি। প্রতি দলে সদস্য থাকবে ৬ জন করে।
বাংলাদেশকে অক্সফোর্ডের ৫০ লাখ করোনা ভ্যাকসিন দেবে ভারতের সেরাম ইনস্টিটিউট। এরপরের ৫ মাসে আনা হবে বাকি আড়াই কোটি ভ্যাকসিন।