প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩২ জন মারা গেছেন। এর মধ্য দিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩১২ জন।

সোমবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে দেশে নতুন করে আরও ১ হাজার ৪৭০ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫ লাখ ২ হাজার ১৮৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬৭ জন। এখন মোট সুস্থের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

এর আগে রোববার দেশে আরও ১ হাজার ১৫৩ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সেদিন মারা গিয়েছেন ৩৮ জন।