জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহুল আলোচিত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ ও তার স্বামী মতিউর রহমান সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে দুদকে নেওয়া হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।

এর আগে ১৪ ডিসেম্বর দেশের আলোচিত এই দম্পতির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার থেকেই এর শুরু হচ্ছে।

দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ গত ৪ আগস্ট শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেন। মামলায় পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকা অবৈধভাবে অর্জনের।

পরে দুদকের অনুসন্ধানে বের হয়ে আসে পাপিয়ার অনেক অবৈধ সম্পদের হিসাব। তার মধ্যে গুলশানের বিলাসী হোটেল ওয়েস্টিনে সাড়ে ৩ কোটি টাকা বিল, র‍্যাব-পুলিশের অভিযানে উদ্ধার ৬০ লাখ টাকা ও নরসিংদীতে একটি বাড়ির কথা উল্লেখ করা হয়।

প্রসঙ্গত চলতি বছরের ২২ ফেব্রুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ ও জাল টাকাসহ গ্রেফতার হন পাপিয়া, তার স্বামী ও তাদের দুই সহযোগী। এরপর বিভিন্ন অভিযান তাদের অনেক অবৈধ ও বেআইনি জিনিস উদ্ধার করা হয়। এরই মধ্যে অবৈধ অস্ত্র রাখার মামলায় তারা ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত আছেন।