প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও ৩৮ জন মারা গেছেন। এই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে গিয়েছেন মোট ৭ হাজার ২৮০ জন।
এছাড়া এই সময়ে আরও ১ হাজার ১৫৩ জন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা হয়েছেন ৫ লাখ ৭১৩ জন।
রোববার (২০ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৯২৬ জন সুস্থ হওয়ায় মোট সুস্থের সংখ্যা এখন ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।