করোনার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের প্রায় সব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাইনাসে চলে গেছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবারকল্যানমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশের অর্থনীতি সূচক এখনও ৫ পার্সেন্ট প্লাসে আছে।
শনিবার(১৯ ডিসেম্বর) মানিকগঞ্জে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে আসেনি সেসব দেশে অর্থনীতি হয়ে গেছে। উন্নয়ন থেমে গেছে। কিন্তু বাংলাদেশের কলকারখানা চলছে, কৃষি চলছে, গার্মেন্টস চলছে এবং দোকানপাট চলছে। সব ক্ষেত্রে আমাদের উন্নয়ন চলছে। তার প্রমাণস্বরূপ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশ্ব খাদ্য সংস্থা বলেছে– করোনায় অনেক দেশের প্রায় ২০০ কোটি মানুষ আগামী বছরে খাদ্য সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না।