ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালত পরিবর্তনের আবেদন করেছেন ২২ আসামি। তারা ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারকের প্রতি অনাস্থা জ্ঞাপন করে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। আগামী সোমবার হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চে আবেদনটির শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে বিচারকের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন এজলাস ত্যাগ করেন আসামি পক্ষের আইনজীবীরা।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানান, আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতের স্থানান্তর চেয়ে আবেদন করেছেন ২২ আসামি। তাদের পক্ষে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী এই আবেদনটি করেন।

মামলার গুরুত্বের কথা বিবেচনা করে তিনি জানান, আমি বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে অবহিত করেছি। তিনি শুনানি করবেন। সোমবার বিচারপতি শাহেদ নুরউদ্দিন ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের ভার্চুয়াল বেঞ্চে আবেদনটি শুনানি হবে।

আসামি পক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী জানান, আবরার ফাহাদ হত্যা মামলার ২২ আসামি বিচারিক আদালতের পরিবর্তন চেয়ে আবেদন করেছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের প্রতি অনাস্থা জানান। তবে আবেদনে কি আছে তা এখন বলতে চাচ্ছিনা। শুনানিতে বলব।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবালা হলের শিক্ষার্থী আবরার ফাহাদকের ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ডেকে নিয়ে একটি কক্ষে মারপিট করে। এতে মারা যায় সে। পরদিন তার বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একমাস পর ২৫ জনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তের দায়িত্বে থাকা ডিবি পুলিশের ইনস্পেক্টর ওয়াহিদুজ্জামান। মামলায় অভিযুক্ত তিন আসামি পলাতক রয়েছে।