বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস আজ রবিবার (২০ ডিসেম্বর)। এ দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আজ সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করবেন।

৯ টা ১৫ মিনিটে পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করবেন।

করোনার কারণে সকাল ১০ টায় ভার্চুয়াল পদ্ধতিতে মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। যেখানে দেশের সব প্রান্ত থেকে বিজিবি সদস‌্যরা যুক্ত থাকবেন।

দরবার শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অবদানের জন‌্য পুরস্কার দেওয়া হবে।