দিন দিন বেড়ে চলছেই মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা এবং প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার তথ্য অনুযায়ী সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৮২২ জনে।
আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ১৬৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৮৮৬ জন।
প্রসঙ্গত,গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।