দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৭ হাজার ২১৭। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।