প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৩৬ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৩৬ জন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ৩৬ জনসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৯২ জনে। আর আক্রান্তের মোট সংখ্যা এখন ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

এর আগে বুধবার (১৬ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৬৩২ জন আক্রান্তের পাশাপাশি মারা যান ২৭ জন।