‘আ’লীগের কারো সাথে অন্য কারো বিয়ের কথাও চিন্তা করা যায়না’ desk report২০২০-১২-১৭T০৫:২০:৪৪+০০:০০ডিসেম্বর ১৭, ২০২০|রাজনীতি| View Larger Image রাজনৈতিক বিভাজনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের একজন ছেলের সাথে বিএনপি কিংবা অন্য কোনো দলের কোনো মেয়ের বিয়ের কথা চিন্তাও করা যায় না। বুধবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, স্বাধীনতার ৪৯ বছর পরও গোটা দেশ আজকে বিভক্ত। বিভাজন এমন এক পর্যায় চলে গেছে শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, প্রশাসনিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন নষ্ট হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে এই স্বাধীনতার যুদ্ধে যে স্বপ্নগুলো ছিল, তা নষ্ট করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ কোনো একটা রাজনৈতিক কাঠামো তৈরি করছে, তা পরিকল্পিতভাবে তাদেরকেই ক্ষমতায় রাখার জন্য। এই কথাটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। তিনি বলেন, আজকে একদলীয় শাসনব্যবস্থার যে ছদ্মবেশ, এ থেকে দেশকে বের করে আনতে হলে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হলে আমাদের কোনো বিকল্প নেই। আজকে আমাদের যে নেতা যার দিকে গোটা জাতি তাকিয়ে আছে, পরিবর্তনের জন্য তার নেতৃত্বে আমাদেরকে দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। এটা অত্যন্ত জরুরি। শেয়ার করুন FacebookTwitterLinkedInWhatsAppEmail Related Posts পেছনে ফেরার সুযোগ নেই: ফখরুল অক্টোবর ১৬, ২০২৩ | ০ Comments সরকার জমিদারি কায়দায় বিএনপিকে প্রলোভন দেখাচ্ছে: রিজভী মে ৮, ২০২৩ | ০ Comments বিএনপি ক্ষমতায় এলে দেশ ধ্বংস করে দেবে, সতর্ক থাকুন মে ৮, ২০২৩ | ০ Comments ইঞ্জিনিয়ার মোশাররফ বঙ্গবন্ধু হত্যার পর চট্টগ্রামে আ’লীগকে সংগঠিত করেন অধ্যাপক খালেদ মে ৭, ২০২৩ | ০ Comments