দেশবাসীকে মোবাইল ফোনের অডিও বার্তার মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ ডিসেম্বর) দেশের অনেককেই অপরিচিত নাম্বার থেকে আসা ফোন কলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কন্ঠে বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা শুনেছেন।
জানা গেছে একে একে অন্যদের মোবাইলেও এই বার্তা পৌছে যাবে।
৪৫ সেকেন্ডের এই বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আস-সালামুআলাইকুম, আমি শেখ হাসিনা বলছি, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা অর্জন করি। করোনা ভাইরাস আমাদের জনজীবনকে অনেক বাধাগ্রস্ত করছে। তারপরও এই বিজয়ের মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই।
‘আহ্বান জানাই যে আপনারা স্বাস্থ্য সুরক্ষা মেনে বিজয় দিবস উদযাপন করবেন। আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলে লাখো শহীদের আত্মত্যাগকে সম্মান জানাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ’
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।