সৃজনশীল অর্থনীতিতে ইউনেস্কো-বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)।
সংস্থাটির নির্বাহী বোর্ড সর্বসম্মতভাবে এই পুরস্কার প্রদানের প্রস্তাব গ্রহণ করেছে। খবরটি প্রকাশ করেছেন ইউএনবি। ইউনেস্কোর ওয়েবসাইটেও খবরটি প্রকাশ করা হয়েছে।
ইউনেস্কোর ২১০তম নির্বাহী বোর্ড এই সিদ্দান্ত নিয়েছে বলে ইউএনবির খবরে বলা হয়েছে।