সারাদেশের করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১১৩ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। তবে প্রথম মারা যাওয়া সিলেটের ড. মঈন উদ্দিনের পরিবার ছাড়া কেউ পাননি সরকারের দেয়া প্রতিশ্রতি মোতাবেক ক্ষতিপূরণ।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এই তথ্য জানিয়েছে।

সংগঠনটির হিসাবমতে, নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৩৫ জন স্বাস্থ্যকর্মী। এই সংখ্যা চিকিৎসক আছেন ২ হাজার ৮৮১ জন। নার্স ৯৭৩ জন ও স্বাস্থ্যকর্মী ৩ হাজার ২৮১ জন।

মহামারী করোনার শুরুতে সম্মুখযোদ্ধদের উৎসাহ দিতে গত ৭ এপ্রিল প্রণোদনা দেয়ার ঘোষণা দেন স্বয়ং প্রধানমন্ত্রী । কিন্তু ঘোষণার ৮ মাস পার হলেও স্বাস্থ্যসেবায় সরাসরি কাজ করা কোনো পেশাজীবী সেই প্রণোদনা পাননি।

গত ১৫ এপ্রিল করোনায় প্রাণ হারান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। মৃত্যুর ১২ দিন পর তার স্ত্রী রিফাত জাহান সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানান। এরপর গত ঈদুল আজহার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষ্মা বিভাগ তাদের ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেন।