রাজশাহী নগরীতে দিল আফরোজ খুকিই একমাত্র নারী হকার। যে পত্রিকা বিক্রি করেন। সেই আয়ে নিজে চলার পাশাপাশি মানব কল্যাণে কাজও করেন। এবার তিনি পেলেন জয়িতা পুরস্কার। বেগম রোকেয়া দিবস উপলক্ষে বুধবার সকালে রাজশাহী মহানগরীর সপুরায় মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে তার হাতে তুলে দেয়া হয় এ পুরস্কার। তিনি ছাড়াও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আরও ১০ নারীকে এই পুরস্কার দেয়া হয়। খুকিকে নিয়ে সংবাদ মাধ্যমে ভিডিও প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তার সংগ্রামী জীবিন নিয়ে সারাদেশে চলে তুমুল আলোচনা। এরপর প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তার দায়িত্ব গ্রহণের নির্দেশ আসে রাজশাহী জেলা প্রশাসনের কাছে। খুকির বাড়ি রাজশাহী নগরীর শিরোইল এলাকায়। কিশোরী বয়সে ৭০ বছরের এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হয়েছিল তার। মাস না যেতেই স্বামী মারা যান। এরপরই শুরু হয় তার সংগ্রামী জীবন।