জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আর্থিক যোগান উন্নত বিশ্বকেই দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থিম্পু অ্যামবিশন সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্যারিস চুক্তির উদ্বৃতি দিয়ে আবারও এই দাবি তুললেন তিনি।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কয়েক মিলিয়ন মানুষকে উদ্বাস্তু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে জরুরি ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ দরকার। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রচেষ্টা অপর্যাপ্ত ছিলো বলেও মন্তব্য করেন তিনি।

বৈশ্বিক উষ্ণায়নে ভৌগলিক অবস্থান কিংবা পরিবেশ বিবেচনায় বাংলাদেশের দায় নেই বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

এ সময় কার্বনমুক্ত বিশ্ব গড়তে জলবায়ু জোটকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।