নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে স্থগিত করা হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নতুন গঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হাইকোর্ট বিভাগে এ-সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ইউনিয়ন দুটির নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এ ইউনিয়ন দুটিতে ভোটগ্রহণের দিন ধার্য ছিল।
তবে পূর্ব নির্ধারিত তারিখেই আগামী বৃহস্পতিবার ১০টি উপজেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন, পাঁচটি পৌরসভা ও চারটি ইউনিয়নে সাধারণ এবং সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।