রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে ডুবে ছিলো ঘন কুয়াশার আবরণে। ঘন কুয়াশার সঙ্গে দেশে শীতের তীব্রতা বাড়ছে। ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ।

ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড়ের জনপদ। উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সাথে বাড়ছে হিমেল হাওয়া। খরকুটো জ্বালিয়ে কোন রকমে শীত নিবারনের চেষ্টা করছে নিম্নআয়ের মানুষ।

বেশিরভাগ সময় কুড়িগ্রামে দিনে সূর্যের দেখা না পাওয়ায় শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের তীব্রতা বাড়তে থাকায় বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগও। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে সড়কে যান চলাচল করছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশির ভাগ এলাকার আকাশ থেকে মেঘ সরে যাবে। কুয়াশাও কমে আসবে। এরপর শীত বাড়তে থাকবে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের দাপট বেশি থাকবে।