নির্বাচন আচরনবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় এবার ফরিদপুরের জজ কোর্ট থেকেও জামিন পেয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুরের জেলা দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাকে ২ হাজার টাকা বন্ডে নিয়মিত জামিন দেন।
এসময় জামিন পাবার পর এক প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী বলেন, নির্বাচন কমিশন প্রজ্ঞাপনের মাধ্যমে চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের যে ফলাফল বাতিল করেছে তা আইনী লড়াইয়ের মাধ্যমে মোকাবেলা করা হবে।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর অনুষ্ঠিত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন মামলা দায়ের করে মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। সে মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন নিক্সন চৌধুরী।
এদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় ৬ ডিসেম্বর নির্বাচনের ফলাফল বাতিল করে নির্বাচন কমিশন। এ উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাফেজ মোঃ কাউসার।