বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলা মেহেদী হাসান রানার শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছে।
টিম হোটেলে ২৩ বছর বয়সী এই পেসারকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে।
এর আগে মাঠে নামার আগে মাহমুদুল্লাহ রিয়াদ ও মমিনুল হক করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তারা সুস্থ হয়ে ফিরেছেন ২২ গজে।
রানার শরীররে অবস্থা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, প্রাথমিক আমরা ধারণা করছি সাইনোসাইটিস। যেহেতু আইসোলেশনে আছেন সেহেতু আমাদের পক্ষ থেকে ব্লাড টেস্ট, কোভিড টেস্ট সব করা হবে। এরপরই জানা যাবে তার বর্তমান অবস্থা।
চাঁদপুরে জন্ম নেয়া এই বাম-হাতি পেসার রানা চলতি মৌসুমে মুশফিকুর রহিম নেতৃত্বাধীন ঢাকার হয়ে দুই ম্যাচে অংশ নিয়েছেন। নিজের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ৩১ রান খরচ করে ১ উইকেট তুলেছিলেন। আরেক ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিরুদ্ধে নেমে ৩০ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।
বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কেড়েছিলেন মেহেদী হাসান রানা। ছয় ম্যাচে ৩ জয় ও ৩ পরাজয় ঢাকার। ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি।
এই বাম-হাতি পেসার এই পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৭ ম্যাচে ৬৪ উইকেট রয়েছে তার। ২৬ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে তুলেছেন ২৭ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে নেমে ২১ উইকেট রয়েছে তার নামের সঙ্গে।