কোনো ওয়াজ মাহফিলে যদি রাজনৈতিক আলাপ হয় তাহলে তা প্রতিহত করে দেওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ জন্য প্রতিটি পাড়া মহল্লায় তারা নজর রাখবে বলে জানিয়েছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, ‘তাদের আর এক চুলও ছাড় দেবেন না। সারা দেশের প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, যেখানে তারা টাকার বিনিময়ে ওয়াজে গিয়ে যদি কোনো রাজনৈতিক আলোচনা করে, আপনারাও ওয়াজ মাহফিলে তাদের প্রতিহত করবেন।’

হেফাজত নেতা আল্লামা মামুনুল হককে উদ্দেশ্য করে তিনি বলেন, তোরা ফেসবুকে ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যাখ্যা দিস। সামনে আয় আমি তোদের দেখব। তোদেরকে যেখানেই পাওয়া যাবে গণধোলাই দেওয়া হবে।