কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড় এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ভিডিও ফুটেজ পুলিশের হাতে পৌঁছেছে। তবে পরিচয় নিশ্চিত না হলেও বেশভূষা দেখে তাদেরকে মাদ্রাসা ছাত্র বলে মনে হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাকদ মাহবুবুল আলম হানিফ।
পুলিশ জানিয়েছে, ভিডিওতে ভাস্কর্য ভাঙচুরকারীদের আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর হবে। পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও বাহিনীটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কুষ্টিয়া সিটি ব্যাংকের সামনে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, রাত ২টা পাঁচ মিনিটের সময় পাঁচ রাস্তার মোড়ে ভাস্কর্যের কাছে যান পাজামা পাঞ্জাবি পরা দুই জন। এক জন উপরে উঠে হাতুড়ি জাতীয় কিছু একটা দিয়ে ভাস্কর্য ভাঙচুর করেন।
পুলিশের ধারণা, যারা ভাস্কর্য ভেঙেছে তারা অন্য জেলা অথবা গ্রামাঞ্চল থেকে কুষ্টিয়ায় আসেন। পুলিশ পাঁচ রাস্তার মোড়ের দোকানগুলোর সিসি ক্যামেরার ফুটেজও দেখেছে।
এ বিষয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, সিসিটিভি ফুটেজে মাদ্রাসা ছাত্র বলেই মনে হয়েছে। পাঞ্জাবি পরা অবস্থায় ছিল দুই জন। এদের শনাক্ত করা হচ্ছে, পুলিশ তদন্ত করছে।’ সূত্র-নিউজবাংলা।