গত নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪৩৯ জন। সারাদেশে মোট ৪১৭টি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে এতগুলো মানুষ অংশ নেওয়ার পাশাপাশি আহতও হয়েছেন ৬৮২ জন। নিহতদের মাঝে ৫৩ জন শিশু ও ৬৪ জন নারী রয়েছেন।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে সড়ক দুর্ঘনায় প্রাণহানির সংখ্যা বেরেছে। সেই মাসে ৩১৪টি দুর্ঘটনায় মারা গিয়েছিল ৩৮৩ জন। এছাড়া গতমাসে ৪টি নৌ দুর্ঘটনায় ৩ জনসহ রেলওয়েতে মারা গেছে ৩২ জন।
ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় মহাসড়কে সবসময় দুর্ঘটনার হার বেশি থাকলেও নভেম্বর মাসে জাতীয় মহাসড়কের তুলনায় আঞ্চলিক ও গ্রামীণ সড়কে দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেল চালক ও পথচারী নিহতের ঘটনা চরমভাবে বেড়েছে।