তিনজন কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পদায়ন করা হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম-বার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুজয় সরকারকে সহকারী পুলিশ কমিশনার অপারেশনস্ বিভাগ, সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ ও সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকারকে সহকারী পুলিশ কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।