বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচারককার্য চলছে। তবে এখন মামলার বিচারকের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে আসামিপক্ষের আইনজীবীরা।
আজ (বৃহস্পতিবার) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের প্রতি এই অনাস্থা জানান আসামিপক্ষের আইনজীবীরা। এ বিষয়টি নিয়ে আগামী ৬ ডিসেম্বর আদালতে শুনানি হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের একটি হলে ডেকে নিয়ে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। আবরারের বিরুদ্ধে অভিযোগ ছিল সে দেশের স্বার্থে ফেসবুকে কিছু লেখা পোস্ট করেছিল। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।