হুথি বিদ্রোহীরা ইয়েমেনে মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে মিসাইল হামলা চালিয়েছে। এতে প্রায় ৮ জন সৌদি সেনা নিহত ও ৭ জন সৌদি সেনা আহত হয়েছে।

বিষয়টি ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন। তিনি বলেন শত্রুপক্ষের গতিবিধি আমরা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছি। তারা যেখানেই থাকুক না কেন তাদের লক্ষবস্তুতে পরিণত করা হবে।

সৌদি আরবের পক্ষ থেকে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। হুথি বিদ্রোহীরা এর আগেও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ করে হামলা চালিয়েছে।