ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বড় ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। ডিসেম্বরে দেশে ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান তারা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্ভাবাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে এবং এটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে।