ফেসবুক লাইভে গিয়ে ধর্ষণ মামলার বাদীকে নিয়ে ‘অশালীন মন্তব্য’করায় ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়েছে আদালত।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসাম জগলুল হোসেন আগামী ৫ জানুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
আজ রোববার (২৯ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এ দিকে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য হয়।
এর আগে ১৪ অক্টোবর ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় মামলা দায়ের করেছিলো ভোক্তভোগী শিক্ষার্থী।
মামলার অভিযোগে বলা হয়, ১২ অক্টোবর নুরুল হক তার ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে মামলার বাদীকে ‘দুশ্চরিত্রাহীন’বলে আখ্যা দেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধর্ষণের নাটক করছে স্বেচ্ছায় একটি ছেলের সঙ্গে বিছানায় গিয়ে’। এই মন্তব্য বাদীর জন্য অপমানজনক ও মানহানিকর।