ইনিংসের শুরুতেই চমক। সাকিব, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হকরা আবারও ব্যর্থ। মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে ৮৬ রানেই গুটিয়ে গেল খুলনার ইনিংস।
শনিবার (২৮নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ১৭.৫ ওভারে ৮৬ রানে অলআউট হয়েছে জেমকন খুলনা।
এই নিয়ে চট্টগ্রাম নিজেদের দুই ম্যাচেই প্রতিপক্ষকে একশর নিচে আটকে ফেলল। আগের ম্যাচে তারা ৮৮ রানে বেক্সিমকো ঢাকাকে থামিয়েছিল।
আজ খুলনার মূল হন্তারক ৩.৫ ওভারে মাত্র ৫ রানে ৪টি উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসারের মুস্তাফিজুর রহমান। নাহিদুল ইসলাম নতুন বলে অফ স্পিনে ৪ ওভারের টানা স্পেলে ১৫ রান দিয়ে তুলে নেয় ২ উইকেট।
চট্টগ্রামের আগের ম্যাচের মতো আজও মোহাম্মদ মিঠুনের অধিনায়কত্ব ছিল নজরকাড়া। তবে মিঠুনের বোলিং পরিবর্তন, মাঠ সাজানো, চাপ ধরে রাখা, এসব চোখে পড়ার মতোই।
খুলনার প্রথম ওভার থেকেই দুর্দশার শুরু। মোহাম্মদ মিঠুনের সরাসরি থ্রোয়ে এনামুল রান আউট হয়ে ফেরেন।
সাকিব ৩ রানেই নাহিদুলকে ওড়াতে গিয়ে ধরা পড়েন মিড অনে।
নাহিদুলের সোজা বল ফ্লিক খেলে এলবিডব্লিউ হন মাহমুদউল্লাহ। তাইজুল ইসলামকে টানা দুই বলে জহুরুল ইসলাম চার-ছক্কায় শেকল ভাঙার চেষ্টা করেছিলেন। তাইজুলের দারুণ ডেলিভারিতে ওই ওভারেই জহুরুল ইসলাম স্টাম্পড ।
তিনে নেমে কিছুক্ষণ টিকে ছিলেন ইমরুল কায়েস। তাইজুলের বলে তিনিও উইকেট ছুঁড়ে আসেন। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরার পর এবার অবশ্য ২৬ বলে ২১ রানের স্বস্তি পেয়েছেন ইমরুল। আরিফুল হক ৩০ বলে ১৫।
সংক্ষিপ্ত স্কোর:
জেমকন খুলনা: ১৭.৫ ওভারে ৮৬ (এনামুল ৬, সাকিব ৩, ইমরুল ২১, মাহমুদউল্লাহ ১, জহুরুল ১৪, আরিফুল ১৫, শামীম ১১, শহিদুল ৫, রিশাদ ০, হাসান ১*, আল আমিন ০; নাহিদুল ৪-০-১৫-২, শরিফুল ৩-০-১৯-০, মুস্তাফিজ ৩.৫-০-৫-৪, তাইজুল ৩-০-৩০-৩, মোসাদ্দেক ৩-০-৯-০, সৌম্য ১-০-৬-০)।