মন্থর ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে শাস্তি পেয়েছে ভারত। বিরাট কোহলির দলকে করা হয়েছে জরিমান।
ম্যাচ রেফারি ডেভিড বুন ভারত দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায়।
শুক্রবারের দিনটি ভারতের সিডনি ক্রিকেট মাঠে মোটেও ভালো কাটেনি। স্বাগতিকদের বিপক্ষে ৬৬ রানের বড় ব্যবধানে হারে কোহলির দল ভারত। এরপর গুনতে হচ্ছে জরিমানাও।
ভারত অধিনায়ক কোহলি দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।