চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকার খাল পাড় থেকে দুই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ দুটি একটি কার্টনে মধ্যে রাখা ছিল। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। কে বা কারা বন্দর থানা থেকে ১০০ গজ দূরে নিমতলা এলাকার খাল পাড়ে মরদেহ দুটি রেখে গেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’