করোনাভাইরাস মোকাবিলায় ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করছেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই দায়িত্ব পালন করতে গিয়ে ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য। তবে করোনায় মৃত্যুবরণকারী ৪ পুলিশ সদস্যের পরিবার সরকারের ঘোষণা অনুযায়ী পাচ্ছে ক্ষতিপূরণ।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সরকারি দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৪ পুলিশ সদস্যের পরিবারকে সরকার ঘোষিত ক্ষতিপূরণ দিতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে ।

ওই ৪ পুলিশ সদস্য হলেন- গত ৬ জুলাই মৃত্যুবরণকারী পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. মোশাররফ হোসেন (গ্রেড-৯), ২৬ আগস্ট মৃত্যুবরণকারী কুষ্টিয়ার দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) এস এম আরিফুর রহমান (গ্রেড-৯), ২৩ আগস্ট মৃত্যুবরণকারী কনস্টবল দেওয়ান মো. নূরে আলম ছিদ্দিকী (গ্রেড-১৪) এবং ২১ জুলাই মৃত্যুবরণকারী কনস্টবল মো. সাইফুল আলম (গ্রেড-১৪)।

উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এই চিঠির পরিপ্রেক্ষিতে ওই ৪ পুলিশ সদস্যদের পরিবার ক্ষতিপূরণ পাবে।

জননিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত ৪ পুলিশ সদস্য সরকারি দায়িত্ব পালনকালে কারোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই ৪ পুলিশ সদস্যের পরিবার সরকার ঘোষিত পরিপত্রে উল্লেখিত শর্তানুযায়ী দায়িত্ব পালনকালে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এককালীন ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত থাকায় সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করে।