মার্কিন নির্বাচনী ব্যবস্থাকে পুরনো পদ্ধতি বলে উল্লেখ করে পুতিন বলেছেন, এটা ওয়াশিংটনের বিষয় যে তারা এটা পরিবর্তন করবে কি না। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা তাস।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট। তাদের কোনো কিছু পরিবর্তন করা দরকার কি না, সেটা আমাদের বিষয় নয়। এটা আমেরিকার জনগণের বিষয়, তাদের সংসদের প্রতিনিধিদের বিষয়।’

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন। তবে, পুতিন এখনো তাকে অভিনন্দন জানাননি। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণার আগে কাউকে অভিনন্দন জানাবেন না বলেই জানিয়েছেন পুতিন। বার্তাসংস্থা এপির প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

পুতিন বলেছেন, ‘যাকেই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হবে, তার সঙ্গেই রাশিয়া কাজ করতে ইচ্ছুক। তবে, যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে বিজয়ী ঘোষণা করা না হবে কিংবা কোনো প্রার্থী পরাজয় মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে অভিনন্দন জানাচ্ছি না।’

রিপাবলিকানদের পক্ষ থেকে ভোট গণনার বৈধতার বিষয়ে করা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘আমরা তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের অবসানের অপক্ষোয় আছি।’