মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আজ (রোববার) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে গতবছরের সেপ্টেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম নির্দেশ দেন সকল পুলিশ সদস্যকে ডোপ টেস্ট করার। এরপর থেকে টেস্ট করে মোট ৬৮ জন মাদকাসক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে।

জানা যায়, চিহ্নিতদের মাঝে ৭ জন এসআই, একজন সার্জেন্ট, ৫ জন এএসআই, ৫ জন নায়েক ও ৫০ জন কনস্টেবল রয়েছেন। এদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয় ও সাময়িক বরখাস্ত করা হয় ১৮ জনকে। মামলা শেষে ওই ১৮ জন থেকে ১০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানা যায়।

উপ কমিশনার (মিডিয়া) বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি জানান, কেবল মাদক সেবন নয়, মাদক ব্যবসা, কাউকে মাদক দিয়ে ফাঁসানো ও উদ্ধার করা মাদক গোপন করার অভিযোগও রয়েছে এই ৬৭ পুলিশ সদস্যের নামে।