নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের মাঝে বাবা ও মেয়ে মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন গৃহবধুও।
শনিবার রাত ৮ টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের বাড়িতে একটি কক্ষে ভাড়া থাকতেন দীপায়ন সরকার (৩৫) তার স্ত্রী পপি সরকার (৩০) ও মেয়ে দিয়া সরকার (৫)। আগুনে পরিবারের ৩ জনই দগ্ধ হয়েছেন।
বাড়ির পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাদের ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে দীপায়ন সরকার ও তার মেয়ে দিয়া রানী সরকার মারা যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুই জন মারা গিয়েছে। পপি সরকারের অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।