বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হার্টে সফলভাবে এনজিওপ্লাস্টি করা হয়েছে। আজ (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে রিজভীর হার্টে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুল রহমান তুষার বিষয়টি নিশ্চিত করে বলেন, ল্যাব এইডের অধ্যাপক ডা. সোহরাবুজ্জামান, অধ্যাপক ডা. লুৎফর রহমান, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, ডা. আবদুর জাহেদ, ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে সফলভাবে রিজভী আহমেদের এনজিওপ্লাস্টি করা হয়েছে।

এর আগে, হার্টের এনজিওগ্রাম করার ২৮ দিন পর ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গত ১১ নভেম্বর রাজধানীর একটি সরকারি হাসপাতালের নিউক্লিয়ার কর্ডিওলজি বিভাগে হার্টের মায়োকর্ডিয়াল পারফিউশন ইমেজিং (এমপিআই) টেস্ট সম্পন্ন হয় বিএনপি নেতা রিজভীর।