বার্সেলোনায় সুখে নেই লিওনেল মেসি। সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় বিষয়টি আগেই স্পষ্ট হয়ে গেছে। তবে দুদিন আগে মেসি আরও একবার জানিয়েছেন বিরক্তির কথা। তাতে তার ক্লাব ছাড়ার গুঞ্জন আরও একবার ডালপালা মেলেছে। তবে বার্সা অধিনায়কের বিরক্তির কারণটা জানেন দলের কোচ রোনাল্ড কোমান।
‘ক্লাবের সব সমস্যার কারণ আমি, এটা শুনতে শুনতে আমি ক্লান্ত।’ – একটি বাক্যেই বার্সায় নিজের বর্তমান চিত্র প্রকাশ করেছেন মেসি।
আজ শনিবার রাতে হাই ভোল্টেজ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসির এমন মন্তব্যের কারণ জানতে চাওয়া হয় কোমানের কাছে। উত্তরে কোচ বলেন, ‘মেসির এমন বিরক্তি প্রকাশের কারণ আমি জানি।’
এরপরই সে কারণ ব্যাখ্যা করেন এ ডাচ কোচ, ‘সে অনেক লম্বা একটি ভ্রমণ করে এসেছে। কিন্তু আসার পরই সঙ্গে সঙ্গেই তাকে প্রশ্ন করা হয়েছে যেটা অসম্মানজনক।’
উল্লেখ্য, কদিন আগে বার্সায় গ্রিজমানের মানিয়ে নিতে না পারার জন্য মেসিকে কাঠগড়ায় তুলেছিলেন তার সাবেক এজেন্ট এরিক ওলহাতস। আর তার কথা প্রেক্ষিতেই আর্জেন্টিনার হয়ে খেলে ফেরার পর বিমানবন্দরে মেসিকে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
কোমান প্রশ্ন তুলেছেন এটা নিয়েই। স্পেনে পা রাখার পর বিমানবন্দর না ছাড়তেই বিতর্কিত প্রশ্ন করা কোনো একটি চক্র ইচ্ছাকৃতভাবে এমন কাজ করেছেন বলে মনে করেন এ কোচ, ‘বিতর্ক তৈরি করার জন্য এটা পরিকল্পনা করেও করা হতে পারে। আমি ড্রেসিংরুমে এমন কিছু দেখিনি যা ইঙ্গিত দেয় যে তাদের মধ্যে সমস্যা আছে। আমি সমস্যা খুঁজে বের করা পছন্দ করি না। যে এসব বলেছে সে অনেক বছর ধরেই গ্রিজমানের সঙ্গে আর কাজ করে না।’
তবে এসব বিতর্কিত বিষয় ছেড়ে অ্যাতলেতিকোর বিপক্ষে কঠিন ম্যাচ নিয়েই ভাবছেন কোমান। এমনকি দলের সবার মনোযোগও সেখানে বলে জানান তিনি, ‘আমরা জানি আমাদের সামনে শক্তিশালী দলের বিপক্ষে কঠিন একটা ম্যাচ রয়েছে। লম্বা মৌসুমে যে কোনো কিছুই হতে পারে। সবাই শিরোপা জয় করা নিয়েই ভাবছে।’