নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে মারধর ও হত্যার হুমকির মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের ফের ২ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে গত বুধবার ইরফান সেলিমকে ৩ দিনের রিমান্ড দেন আদালত।
গত রববার রাতে রাজধানীর কলাবাগানে হামলার শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ। রাতেই ধানমন্ডি থানায় মামলা করেন তিনি। পরদিন র্যাবের অভিযানে লালবাগের বাসা থেকে অনুমোদনহীন মদ ও অবৈধভাবে ওয়াকিটকি উদ্ধার হয়। এতে ইরফান ও জাহিদকে এক বছর করে জেল দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা দক্ষিণ সিটির ৩০ ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় ইরফান সেলিমকে।