নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর ও হত্যার হুমকির মামলায় হাজী সেলিমের ছেলে এফরান সেলিমকে গ্রেফতার করেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। গণমাধ্যমে প্রচারিত এই সংবাদের ভিত্তিতে জরুরী সংবাদ সম্মেলন করে র‍্যাব। সেখানে জানানো হয়, এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।

আজ সোমবার (২৬ অক্টোবর) হাজী সেলিমের বাসভবনে এক জরুরী সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র‍্যাবের এক কর্মকর্তা।

সাংবাদিকদের প্রশ্নের ভিত্তিতে তিনি বলেন, ‘আমরা এখনও কাউকে গ্রেফতার কিংবা আটক করিনি। তাদের বাসায় আমাদের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাবের একটি দল।

এর আগে এফরান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যা চেষ্টা’ মামলা হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।