আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনী দ্বারা পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৮৫ জন তালেবান সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত হওয়ার পর এই অভিযান চালানো হয়।
রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওয়ারদাক, উরুযগান, যাবুল, যুজযান,কুন্দুজ, নানগারহার, বাল্খ, হেলমান্দ, বাদাখশান ও বাগলানে এই সেনা অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিরাপত্তা বাহিনীর কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা উল্লেখ করা হয়নি।
এর আগে গতরাতে (শনিবার) কাবুলে আত্মাঘাতী বোমা হামলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জনের মৃত্যু হয়। এরপরই অভিযানে নামে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র : পার্সটুডে।